আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ ফেব্রুয়ারী || নেশ মুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে খেলাধুলা অত্যন্ত প্রয়োজন। মঙ্গলবার রাজধানীর রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পাশাপাশি এই বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মেয়র।
এদিন মেয়র বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উদার মানসিকতার ফলে এবং ক্রীড়া মন্ত্রীর একান্ত প্রচেষ্টায় প্রত্যেকটি বিদ্যালয়কে খেলাধুলার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে।
একই দিনে রাজধানীর রামনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।