রেলের ধাক্কায় প্রাণ গেল এক বন্য হাতির, মৃত্যুর পর আচমকাই উধাও হাতির মহামূল্যবান দাঁত

সাগর দেব, তেলিয়ামুড়া, ১০ ফেব্রুয়ারী || রেলের ধাক্কায় প্রাণ গেল এক বন্য দাঁতাল হাতির। হাতির মৃত্যুর পর আচমকাই উধাও একটি মহামূল্যবান দাঁত। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্। উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত ডি.এম পাড়া রেললাইন সংলগ্ন এলাকায়।
ঘটনার বিবরণের প্রকাশ, তেলিয়ামুড়া মহকুমায় বন্য দাঁতাল হাতির সমস্যা নতুন ইস্যু নয়। বন্য হাতির সমস্যায় দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়া মহকুমা’র বিভিন্ন হাতি প্রবণ এলাকার লোকজন রীতিমতো তিতিবিরক্ত। আর বন্যহাতি’কে বাগে আনতে সম্পূর্ণরূপে ব্যার্থ তেলিয়ামুড়া বনদপ্তর সহ মন্ত্রী বিকাশের আশ্বাসের বাণী। যদিও আজ থেকে প্রায় তিন চার দিন পূর্বে বন্য হাতির সমস্যা থেকে খোয়াই জেলবাসীকে মুক্তি দিতে খোয়াই জেলাশাসকের পৌরহিত্যে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কনফারেন্স হলে “হাতি তাড়াও অভিযান”এই শীর্ষক একটি গুরুত্বপূর্ন বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এর কয়েকদিন যেতে না যেতেই এক বন্যহাতির মৃতদেহ উদ্ধার হয় তেলিয়ামুড়া ডি.এম পাড়ার রেললাইন সংলগ্ন এলাকা থেকে। যদিও এই দৈত্যাকার বণ্যহাতির মৃতদেহটি থেকে রহস্যজনক ভাবে উধাও মহামূল্যবান একটি দাঁত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*