আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী || মহিলা স্বশক্তি করনের মাধ্যমে দেশের মহিলাদের আর্থিক ও সামাজিক ভাবে আত্মনির্ভর করে তোলাই দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে বাস্তব রূপ দিতে শনিবার ভারতীয় জনতা পার্টি ফটিকরায় মন্ডলের উদ্যোগে ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সমস্ত S.H.G , N.G.O, C.R.P ও V.O এর কর্মীদের নিয়ে আয়োজিত শক্তি সন্মান ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ সহ-সভাপতি পাপিয়া দত্ত ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা।