স্পোর্টস ডেস্ক ।। হায়দরাবাদকে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস মুম্বাই শিবিরে।
ঘরের মাঠে অবশেষে স্বস্তির নিঃশ্বাস পেল মুম্বাই ইন্ডিয়ান্স৷ শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদকে ২০ রানে হারিয়ে দিল তারা৷ সাত ম্যাচে দু’নম্বর জয়টা চলে এল ২০১৩-এর আইপিএল চ্যাম্পিয়নদের৷
এদিন টস জিতে রোহিত শর্মা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেনে৷ এদিন মুম্বাইয়ের হয়ে লেন্ডি সিমন্স সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন৷ সিমন্স ছাড়া মুম্বাইয়ের হয়ে অধিনায়ক রোহিত (২৪) ও মারকুটে ব্যাটসম্যান কায়রন পোলার্ডের (৩৩) সৌজন্যে মুম্বাই নির্ধারিত ওভারে ১৫৭ রান তোলে৷ হায়দরাবাদের হয়ে বিনয় কুমার তিনটি, ডেইল স্টেইন ও প্রবীণ কুমার দু’টি করে উইকেট পেয়েছেন৷ কর্ণ শর্মাও একটি উইকেট তুলেছেন৷
জবাবে ব্যাট করতে নেমে ১৩৭ রানেই শেষ হয়ে যায় ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ৷ লাসিথ মালিঙ্গার চারটি ও মিচেল ম্যাকক্লেলাঘানের তিন উইকেটের সুবাদে মুম্বাই ম্যাচ পকেটে পুরে ফেলে৷ হায়দরাবাদের হয়ে একমাত্র ওপেনার শিখর ধাওয়ান বড় রান করেছেন৷
২৯ বলে ৪২ রান করেন তিনি৷ দলের আরেক ওপেনার ওয়ার্নার মাত্র নয় রানেই ফিরে যান৷ মিডল অর্ডারে লোকেশ রাহল (২৫) ও রবি বোপারা (২৩) হায়দরাবাদকে জেতানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হন৷ ফলে ২০ রান বাকি থাকতেই হায়দরাবাদের স্বপ্ন শেষ হয়ে যায়৷
মুম্বাই ইন্ডিয়ান্স-১৫৭/৮ (২০ ওভার)
সানরাইজার্স হায়দরাবাদ-১৩৭/৮ (২০ ওভার)
২০ রানে জয়ী মুম্বাই
ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন লাসিথ মালিঙ্গা।