আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী || রাজধানীর শহীদ ভগৎ সিং যুব আবাসে লাভার্থী সম্পর্ক অভিযান সম্পর্কিত ত্রিপুরা প্রদেশ আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
রবিবার এই কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় জনতা পার্টির প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাস যত বেশি বাড়বে আমাদের সংগঠন তত বেশি শক্তিশালী হবে। তিনি বলেন, এই লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক থেকে সমর্থন আদায়ের সংকল্পকে সামনে রেখে মানুষের কাছে পৌঁছে যেতে হবে কার্যকর্তাদের।
এসময় মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, ত্রিপুরা বিধানসভার মূখ্য সচেতক কল্যাণী রায়, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রমুখ।