আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী || হাজার হাজার দর্শকের উচ্ছ্বাস, উন্মাদনায় মুখরিত রাজধানী আগরতলা শহরতলীর আমতলী বিদ্যালয়ের প্রাঙ্গণে রবিবার কমল কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উদ্বোধন শেষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গত কয়েক বছরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে এই কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট। তিনি বলেন, ক্রিকেটের প্রতি যুবশক্তির এই আবেগ, ভালোবাসা নিঃসন্দেহে সমাজের জন্য একট ভালো দিক।