বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১২ ফেব্রুয়ারী || বন্ধের সমর্থনে সাঁচীরামবাড়ী জাতীয় সড়ক অবরোধে বসে টি আই এস এফ। রোমান স্ক্রিপ্টের দাবীতে অনির্দিষ্টকালের জন্য ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে তিপ্রা মথা দলের ছাত্র সংগঠন টি আই এস এফ। এই বন্ধের সমর্থনে সোমবার সকালবেলা থেকে শান্তিরবাজার মহকুমার সাঁচীরামবাড়ী এলাকায় আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে অবরোধে বসে টি আই এস এফ’র সদস্যরা ও তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা। এই অবোরধের ফলে যানচলাচল স্তব্ধ হয়ে পরে। যার ফলে অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে সাধারন লোকজনদের।