রাজ্যের বিভিন্ন জায়গায় টি আই এস এফ’র অবরোধ কর্মসূচি, গ্রেপ্তার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অবরোধকারীরা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী || রোমান স্ক্রিপ্টে ককবরক লেখার দাবীতে সোমবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় অবরোধ কর্মসূচি পালন করছে তিপ্রা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশন। এদিন সকাল ৬টা থেকে রাজ্যের ২৬টি থানা এলাকার মোট ৪১টি স্থানে অবরোধ কর্মসূচি পালন করছে তিপ্রা মথার ছাত্র সংগঠন টি আই এস এফ।
এদিন সকালে আগরতলায় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পথ অবরোধ করে টি আই এস এফ’র কর্মী সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ বাহিনী। পরে পুলিশ অবরোধকারীদের গ্রেপ্তার করে রাজধানীর এ. ডি. নগর পুলিশ মাঠে নিয়ে যায়।
এদিন বড়মুড়া ব্রিজ সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বনধ কর্মসূচি পালন করছে টি আই এস এফ। পাশাপাশি আগরতলা-সোনামুড়া সড়কের বিশ্রামগঞ্জের তক্সাপাড়া এলাকায়, জিরানিয়া দাসপাড়া এলাকায় রেললাইনে বিক্ষোভ প্রদর্শন আন্দোলনকারীরা।
এদিন তিপ্রা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশনের ডাকা বনধকে ঘিরে জিরানিয়া মাধববাড়ি এলাকায় জাতীয় সড়কে চলছে অবরোধ। অবরোধস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি আগরতলা এন আই টি’র সামনে শঙ্কর বাজার এলাকায় তিপ্রা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশনের অবরোধ কর্মসূচি পালন করে টি আই এস এফ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*