দেবজিৎ চক্রবর্তী, ২৫ আগষ্ট ।। যেখানে আমারও স্বার্থ আছে আপনারও স্বার্থ আছে সেখানে দু’পক্ষের আপোষেই হয় ভাগ বাটোয়ারা তারপর লাভালাভের যোগ বিয়োগ। বাংলাদেশের মাটিতে দুই প্রতিবেশীর সাম্প্রতিক উচ্চস্তরীয় আলোচনায় মূলত বানিজ্য সম্প্রসারনের নতুন নতুন ক্ষেত্র সমূহ চিহ্নিত করনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রি ভি কে সিং, ত্রিপুরার শিল্প ও বানিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী সহ উত্তর পূরবাঞ্চলের অন্যান্য রাজ্যের মূখ্যমন্ত্রীরাও অংশ নেয় আলোচনায়। ত্রিপুরা সহ উত্তর পূরবাঞ্চলের সঙ্গে বানিজ্য প্রসারের মধ্য দিয়ে বাংলাদেশ চাইছে নতুন বাজার দখল করতে, অন্যদিকে ভারত বাংলাদেশকে অনূকূল বানিজ্যের ক্ষেত্রে সবদিকেই সাহায্যের আশ্বাস দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব গ্রহন করেই সার্কভূক্ত দেশ গুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করার পাশাপাশি বানিজ্য বৃদ্ধির যে নতুন রোড ম্যাপ তৈরী করে এগুচ্ছেন তার পেছনে চীনের প্রতিও প্রচ্ছন্ন বার্তা পৌঁছে দিয়েছেন।
শান্তনু চক্রবর্তীর তোলা ফাইল ছবি।