রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষায় পরীক্ষা দেওয়ার দাবী মেনে নিয়েছে রাজ্য সরকার, ঘোষণা মন্ত্রী সুশান্ত চৌধুরীর, সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান প্রদ্যুৎ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী || সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক অবরোধ ও আন্দোলনের পর অবশেষে রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষায় পরীক্ষা দেওয়ার দাবী মেনে নিয়েছে রাজ্য সরকার। সোমবার বিকেলে নিজের সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় একথা জানান তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর বিক্রম মানিক্য দেব বর্মণ।
পাশাপাশি এদিন বিকেলে সাংবাদিক সম্মেলনে করে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এতোদিন যেভাবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের আওতায় দুটি ভাষা বাংলা ও রোমান হরফে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা ছিল সেইভাবেই আগামীদিনেও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা হবে। পাশাপাশি টিএসএফ এর নেতৃত্বদের দ্বারা পরিচালিত অনির্দিষ্টকালের বনধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন মন্ত্রী। এদিন মন্ত্রী বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে বনধ ডাকার প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকার রয়েছে। তবে এভাবে সাধারণ মানুষের জন্য সমস্যার সৃষ্টি করা কোনোভাবেই উচিত নয়। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, আগে টিবিএসই বোর্ডে যেভাবে বাংলা ও রোমান হরফ দুটোতেই পরীক্ষা দেওয়ার সুযোগ থাকতো একইভাবে আগামীদিনেও পরীক্ষা নেওয়া হবে।
উল্লেখ্য, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষায় পরীক্ষা দেওয়ার সময় রোমান স্ক্রিপ্ট ব্যবহারের দাবিতে পূর্ব ঘোষণা মোতাবেক সোমবার রাজ্যের জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধ করে টি আই এস এফ। তাতে সরাসরি সহযোগিতা করে তিপ্রা মথা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*