আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী || ত্রিপুরা পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে সোমবার ত্রিপুরা পুলিশের উদ্যোগে আর্ট এন্ড ক্র্যাফট এক্সিবিশনের আয়োজন করা হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এদিন এই অনুষ্ঠানে আর্ট এন্ড ক্র্যাফট প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পরে মুখ্যমন্ত্রী আর্ট এন্ড ক্র্যাফট প্রদর্শনী সরজমিনে প্রদর্শনী ঘুরে দেখেন। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
এদিন প্রদর্শনীর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, আগরতলার এনসিসি থানায় সহসাই সাইবার ক্রাইম পুলিশ স্টেশন উদ্বোধন করা হবে। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যে উগ্রপন্থা দমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ত্রিপুরা পুলিশ। ত্রিপুরা রাজ্যের আইন-শৃঙ্খলা বর্তমানে ভালো জায়গায় রয়েছে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী।