জাতীয় ডেস্ক ।। প্রবল ভূমিকম্পে রাজ্য সহ কাঁপল গোটা দেশ। ভূমিকম্পের জেরে দেশজুড়ে মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে। এপর্যন্ত গোটা দেশে ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিহারে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে।
উত্তরপ্রদেশের মৃতের সংখ্যা বারো । পশ্চিম বঙ্গে মৃত্যু হয়েছে তিনজনের। ভূমিকম্পের উত্সস্থল ছিল নেপালের পোখরা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক নয়। এরাজ্য সহ দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশা, পঞ্জাব, রাজস্থান সহ বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়। প্রথমবার ভূকম্পনের মাত্র বারো মিনিটের মাথায় দ্বিতীয়বার ফের কম্পন অনুভূত হয়। বাংলাদেশে ভূমিকম্পে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।