২১ দফা দাবীতে ১৬ই ফেব্রুয়ারি গ্রামীণ ভারত বনধ ও শিল্প-পরিবহন ধর্মঘটের সমর্থনে রাজপথে মিছিল

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী || সংযুক্ত কিষাণ মোর্চা এবং ট্রেড ইউনিয়নের আহ্বানে মোট ২১ দফা দাবীতে আগামী ১৬ই ফেব্রুয়ারি গ্রামীণ ভারত বনধ ও শিল্প-পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় রাজ্য সরকারী কর্মচারী মহাসংঘ। গ্রামীণ ভারত বনধ ও শিল্প-পরিবহন ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার আগরতলার রাজপথে মিছিল সংগঠিত করে সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। এদিন মিছিলটি রাজধানীর মেলারমাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীর সামনে গিয়ে শেষ হয়েছে।
পাশাপাশি এদিন এই বনধের সমর্থন জানিয়ে বিলোনিয়া বামপন্থীরা শহর কাঁপিয়ে মিছিল সংগঠিত করে। পাশাপাশি সভাও সংগঠিত করে বিলোনিয়া ১নং টিলা এলাকায়। মঙ্গলবার দুপুর বারোটা নাগদ সিপিআই(এম) বিলোনিয়া মহকুমা কার্যালয় থেকে শুরু হয় বন্ধের সমর্থনে মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ১নং টিলা এসে শেষ হয।
দাবী গুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো, সামাজিক ন্যায় সুনিশ্চিত করতে হবে, জাতীয় শিক্ষা নীতি ২০২০ বাতিল করতে হবে, পুরাতন পেনশন প্রকল্প ও সকালের জন্য আবাসন নিশ্চিত করতে হবে,  এইদাবি গুলো সহ আরো অন্যান্য দাবি নিয়ে মোট ২১ দফা দাবীর সমর্থনে মিছিল হয়। সভায় আলোচনা রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্বান্তের তীব্র সমালোচনা করার পাশাপাশি বনধের সমর্থনে সকলকে এগিয়ে আসার আহ্বান রাখেন সিপিআই(এম) নেতৃত্বরা।
এদিন মিছিল ও সভায় ছিলেন সিপিআই(এম) দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, সিপিআই(এম) বিলোনিয়া বিভাগীয় কমিটির সম্পাদক তাপস দও, গন মুক্তি পরিষদের বিলোনিয়া বিভাগীয় সম্পাদক গোপাল রিয়াং, ক্ষেত মজুর ইউনিয়নের কেন্দ্রীয় নেতা তথা বিধায়ক দীপংকর সেন, বিধায়ক অশোক মিত্র, কৃষক সভার মহকুমা সম্পাদক বাবুল দেবনাথ, শ্রমিক নেতা ত্রিলোকেশ সিনহা, বিজয় তিলক, যুব নেতা মধুসূদন দত্ত সহ বিভিন্ন গনসংগঠনের নেতা কর্মী সমর্থকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*