সাগর দেব, তেলিয়ামুড়া, ১৬ ফেব্রুয়ারী || সিপিআই(এম)’র ডাকা জনবিরোধী বনধ প্রত্যাখান করল তেলিয়ামুড়া মহকুমার লোকজনরা। শুক্রবার সকাল থেকে তেলিয়ামুড়া মহকুমার প্রাথমিক স্তরের বিদ্যালয় থেকে শুরু করে অফিস আদালত সবকিছুই ছিল স্বাভাবিকের মতো। অন্যদিকে ধর্মঘটের দিনে যানবাহন চলাচলের নমুনা ছিল স্বাভাবিকের চেয়েও বেশি। যাত্রী সাধারণদেরও দুর্ভোগের শিকার হতে হয়নি। যদিও এই বনধকে ঘিরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশি ব্যবস্থা ছিল জোরদার। এদিকে তেলিয়ামুড়া বাস, জিপ চালক সংঘের সম্পাদক তপন দাস জানান, সিপিআই(এম)’র ডাকা বন্ধ জনবিরোধী, বিশেষ করে শ্রমজীবী অংশের মানুষজনরা ধর্মঘটের দিনে কর্মহীন হয়ে পড়ে। ফলে শ্রমজীবী অংশের মানুষজনদের স্বাভাবিক চলাচল অর্থনৈতিক দিক দিয়ে ব্যাঘাত ঘটে। মূলত ধর্মঘট দিয়ে কোন সমস্যা সমাধান হয় না। সিপিআই(এম)’র দলের বন্ধ ডাকা অনেকটা ট্রেডিশনে পরিণত।