বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৭ ফেব্রুয়ারী || রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা নেশা মুক্ত ত্রিপুরা গঠনের ডাক দিয়েছেন। মুখ্যমন্ত্রীর ডাকে সারা দিয়ে কাজ করে যাচ্ছে সকলে। বর্তমান সময়ে নেশার করল গ্রাসে আচ্ছন্ন হয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে যুবসমাজ। যুবসমাজ গঠনের প্রথম পর্যায়ে রয়েছে ছাত্ররা। পরবর্তী পর্যায়ে রছেয়ে যুবকরা। তাই এই দুই পর্যায়ের যুবকদের নিয়ে নেশামুক্ত ত্রিপুরা গঠনের ডাক দিলো মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। শনিবার মন্ত্রীর উদ্দ্যোগে নিজ বিধানসভায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বনাম জোলাইবাড়ীর যুব মোর্চার মধ্যে প্রীতি ক্রিকেটম্যাচ অনুষ্ঠিত হয়। জোলাইবাড়ী দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ক্রিকেট ম্যাচ। এই ম্যাচে যুব মোর্চার হয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া নিজে মাঠে খেলতে নেমেছেন। জোলাইবাড়ী বিধানসভায় এই ধরনের চিত্র প্রথমবারের মতো দেখা গেলো। বিগতদিনে দেখা যেতো বামেদের মন্ত্রী বিধায়করা কালো গ্লাস পরিধান করে শীততাপ নিয়ন্ত্রীত গাড়ীতে চলাফেরা করতো ও শীততাপ নিয়ন্ত্রীত বাড়ীতে বসে থাকতো। বর্তমান সময়ে বিজেপি-আই পি এফ টি’র জোট সরকার গঠনের পর বেতিক্রমী চিত্র লক্ষ্য করা যায়। প্রথমবারের মতো দেখা গেলো কোন মন্ত্রী প্রীতি ক্রিকেট ম্যাচে সকলের প্রতি বার্তা প্রেরনের লক্ষ্যে বেট বল নিয়ে মাঠে নেমে খেলায় অংশগ্রহণ করছে। এইধরনের চিত্র লক্ষ করে জোলাইবাড়ীবাসীর মুখে মুখে একটিই কথা চলছে সকলে শুক্লাচরন নোয়াতিয়ার মতো একজন ভালো মনের মানুষকে মন্ত্রী হিসাবে পেয়ে ধন্য হয়েছে। জোলাইবাড়ীবাসী সর্বদা শুক্লাচরন নোয়াতিয়াকে মন্ত্রী হিসাবে পেতে চাইবে।
এদিন এই প্রীতি ক্রিকেট ম্যাচে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে পরাজিত করে খেলায় জয়লাভ করেছে যুব মোর্চা। এই খেলার ফলাফল হলো সব কয়টি উইকেটের পতন ঘটিয়ে ৮৫ রান করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। অপরদিকে ৭ উইকেটের পতন ঘটিয়ে ৯১ রান করে জয়লাভ করলো যুব মোর্চা। খেলায় অংশগ্রণকারীদের মধ্যে উৎসাহ প্রদানে সবচেয়ে ভালো ওইকেট নিয়েছে যে প্লেয়ার ও ভালো রান করেছে যে প্লেয়ার তারদেকে মন্ত্রী নিজে নগদ কিছু অর্থরাশী দিয়ে পুরষ্কৃত করেন। অপরদিকে খেলা শেষে জয়ীদের হাতে ট্রফি তুলে দিলেন উপস্থিত অতিথিবৃন্দরা। এদিন এই প্রীতি ক্রিকেট ম্যাচে আমন্ত্রীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজেপি’র দক্ষিন জেলার যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক, জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েতে সমিতির চেয়ারম্যান রবি নমঃ সহ অন্যান্যরা।