দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৫ এপ্রিল ।। বিজেপি’র সদর কার্যালয়ে শনিবার সাংবাদিক সন্মেলনে সর্বভারতীয় সভাপতি অমিত শাহ –এর রাজ্য সফরে বিস্তারিত জানিয়েছেন নেতৃবৃন্দ। সাংবাদিক সন্মেলনে জানানো হয়েছে স্বামী বিবেকানন্দ ময়দানে ২৭ তারিখ দুপুর ২টায় অমিত শাহ ভাষন রাখবেন এবং পরদিন রাজ্য ত্যাগ করবেন। একই দিনে বিজেপি আসন্ন ADC নির্বাচন উপলক্ষ্যে দলীয় ইস্তেহার প্রকাশ করেছে।