আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী || উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থেকে ১ হাজার ৩৮০ জন যাত্রী নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে রওয়না দিয়েছে ‘আস্থা স্পেশাল’ ট্রেন। এই উপলক্ষে ধর্মনগরে অযোধ্যগামী ১ হাজার ৩৮০ জন যাত্রীদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, আজকের দিনটি ত্রিপুরাবাসীর জন্য অত্যন্ত গর্বের দিন। তিনি বলেন, ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আজ তীর্থযাত্রীরা ‘আস্থা স্পেশাল’ ট্রেনের মাধ্যমে অযোধ্যায় প্রভু শ্রীরামের দর্শনের উদ্দেশ্যে ধর্মনগর থেকে যাত্রা শুরু করেন। প্রভু শ্রীরামের আশীর্বাদে পবিত্র অযোধ্যাধামের উদ্দেশ্যে রওয়ানা হওয়া সকল তীর্থযাত্রীর যাত্রা মঙ্গলময় হয়ে উঠুক বলে এদিন তিনি প্রার্থনা করেন।