লাউঞ্জে ডিপার্টমেন্টের অধিকারীদের নিয়ে ধর্মনগরের রেল সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন রাজীব ভট্টাচার্য

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী || উত্তর প্রদেশের অযোধ্যায় শ্রী শ্রী রাম লালার দর্শনে ত্রিপুরা রাজ্য থেকে ভক্তবৃন্দদের নিয়ে মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থেকে অযোধ্যাগামী ট্রেন রওনা হবার পর লাউঞ্জে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের অধিকারীদের নিয়ে ধর্মনগরের রেল সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন শ্রী ভট্টাচার্য জানান, ধর্মনগর থেকে সকালবেলায় আগরতলা এবং আগরতলা থেকে ধর্মনগরে সন্ধ্যা বেলার আসার ট্রেন যাতে ১নং প্লাটফর্মে দাঁড়ায়। ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস এবং রাজধানী এক্সপ্রেস ট্রেনগুলি যাতে পাঁচ মিনিটের জন্য ধর্মনগর স্টেশনে দাঁড়ায়। তিনি জানান, এখন ধর্মনগর থেকে দু’দিন শিলচর যাতায়াত করে ট্রেন। এই ট্রেন প্রতিদিন চালু করার কথা হয়েছে এই আলোচনায়। তিনি এদিন জানান, এক নম্বর ও দু’নম্বর প্ল্যাটফর্মে যাওয়া আসা করা খুবই কষ্টকর। বিশেষত অসুস্থ, বয়স্ক, মোটা, এছাড়া সক্ষম ব্যক্তিদেরও ভীষণ যন্ত্রণাময়। খুব দ্রুত এক নম্বর এবং দুই নম্বর প্লাটফর্মে এস্কেলেটর বসাতে বলা হয়েছে।
তিনি আরও জানান, ইলেকট্রিফিকেশনের কাজ খুব দ্রুত করতে বলা হয়েছে। তাহলে আগরতলা থেকে ধর্মনগর হয়ে আসামের দিকে বন্দে ভারত এক্সপ্রেস পাওয়ার সম্ভাবনা উজ্জল। দেওঘর এক্সপ্রেস সহ আরো অন্যান্য কয়েকটি ট্রেনে এসি টু টায়ার দিতে বলা হয়েছে। শৌচালয় গুলো খুব নোংরা থাকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিতে বলা হয়েছে বলে জানান ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*