আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী || রাজধানীর মহারাজগঞ্জ বাজার পরিদর্শনে গেলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। বুধবার রাজ্যপালের এই বাজার পরিদর্শনকালে রাজ্যপাললের সাথে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্য আধিকারিকরা।
এদিন রাজ্যপাল মহারাজগঞ্জ বাজারের প্রত্যেকটি ব্যবসায়িকের কাছে গিয়ে ব্যবসার সম্বন্ধে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি বিভিন্ন শাকসবজি নিজের হাতে তুলে গুণগতমান প্রত্যক্ষ করেন।