গোপাল সিং, খোয়াই, ২২ ফেব্রুয়ারী || খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় ভয়াবহ যান দুর্ঘটনায় ১ জন যাত্রীর মৃত্যু হয়েছে এবং ৯ জন যাত্রী আহত হয়েছে। এর মধ্যে পরবর্তী সময় ১ জন যাত্রীর মৃত্যু হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় একটি পণ্যবাহী অটো এবং যাত্রীবাহী অটোর মধ্যে সংঘর্ষ ঘটে। স্থানীয় মানুষজন দমকল কর্মীদের খবর দেয়। এছাড়াও বিভিন্ন গাড়ি করে আহতদের খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় ৯ জনকে আগরতলা আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। এর মধ্যে ৪ জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মৃত মহিলার নাম এখনো জানা যায়নি।
গোটা খোয়াই মহকুমাজুড়ে যানবাহনের মাত্রাতিরিক্ত গতিবেগ বৃদ্ধি পেয়েছে। রাস্তায় জনগনের পথচলতে হচ্ছে জীবন বাজি রেখে। যানবাহনের গতি নিয়ন্ত্রনে আরক্ষা দপ্তরের কোনো ভূমিকা নেই বললেই চলে। তাছাড়া যাত্রীদের সচেতনতা বৃদ্ধি করা একান্ত জরুরি। সাথে যানচালকদেরও সচেতন হয়ে যান চলাচল করার দাবি জানাচ্ছেন জনসাধারণ।