এস আই শিবশঙ্করের অনুপস্থিতিতে বাইখোড়া থানায় শুরু হয় নানান দূর্নীতি

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৩ ফেব্রুয়ারী || বাইখোড়া থানায় সততার সহিত কাজ করে যাচ্ছিলো এস আই শিবশঙ্কর সাহা। শিবশঙ্করের জন্য থানায় দূর্নীতিকারীদের কাছ থেকে উপরি কামাই বাণিজ্য বন্ধ হবার ফলে তরিঘরি দক্ষিন জেলার পুলিশ সুপারকে দিয়ে বিলোনিয়া থানায় বদলি করা হয়েছে। বদলির অর্ডার বের হবার সঙ্গে সঙ্গে রিলিজ নেওয়ার জন্য উর্ধতর মহল থেকে জানিয়ে দেওয়া হয়। অপরদিকে বিগত অনেক মাস আগে বাইখোড়া থানার এ এস আই চন্দ্রকেতুর বদলির আদেশ বের হয়। চন্দ্রকেতু’কে ঋষ্যমুখে বদলি করা হয়েছে। তাসত্বেও অনেক মাস অতিক্রান্ত হবার পরেও বাইখোড়া থানায় অনায়াসে দায়িত্ব পালন করে যাচ্ছে চন্দ্রকেতু। শিবশঙ্কর সাহা বাইখোড়া থানা থেকে রিলিস নেবার পর থেকে থানা বাবুদের প্রণামি দিয়ে শুরু হয় নানান অপরাধমূলক কাজ। যার মধ্যে কাকুলিয়া এলাকায় একটি অবৈধ গরু বোঝাই গাড়ী আটক করলো বি এস এফ জোওয়ানরা। শিবশঙ্কর থাকাকালিন এই ধরনের কাজ করতে দেখা যায়নি। বাইখোড়া থানার নাকের ডগা দিয়ে এইধরনের কাজ শুরু করে দিয়েছে অপরাধিরা। যার ফলে পুলিশের দূর্বলতা সকলের প্রকাশ্যে নিয়ে এসেছে বি এস এফ জোওয়ানরা। জানা যায়, টি আর ০৮ বি ১৬৪০ নম্বরের গাড়ী করে অবৈধ ভাবে ৭টি গরু এবং ৭টি বাছুর নিয়ে যাচ্ছিলো। এই বিষয়টি থানা বাবুরা জানার পরেও কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ না করাতে গাড়ীটিকে আটক করে বি এস এফ জোওয়ানরা। বি এস এফ জোওয়ানরা গাড়ীটিকে আটক করে বাইখোড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। এই বিষয়ে থানাবাবুদের কাছ থেকে জানতে চাইলে উনারা কিছু বলতে নারাজ। অন্যদিকে জানা যায়, কলসী এলাকা থেকে ১৪ বছরের এক নাবালিকা নিখোঁজ হয়ে পরে। এই বিষয়ে জানার পরেও নাবালিকেকে খোঁজে বের করতে অক্ষম বাইখোড়া থানার পুলিশ। এককথায় বলা চলে শিবশঙ্কর সাহা চলে যাবার পর থেকে বাইখোড়া থানার সমগ্র চিত্র পাল্টে গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*