মহিলারা এগিয়ে গেলেই দেশ এগুবে, সমাজ উন্নত হবেঃ মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী || দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নারী ক্ষমতায়নের দিশায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্ব-সহায়ক দলের দিদিরা। এরই একটি প্রতিফলন কর্মদক্ষ মহিলাদের হাতের তৈরি ঐতিহ্যবাহী সামগ্রীর সমাহার। রবিবার আগরতলার শিশু উদ্যানে দ্বিতীয় রাজ্যভিত্তিক শহুরি সমৃদ্ধি উৎসবের উদ্বোধনী কার্য্যক্রমের উদ্বোধন করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মহিলাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতির মাধ্যমে তাঁদের আত্মনির্ভর বানানোর ক্ষেত্রে বিশাল ভূমিকা রয়েছে স্ব-সহায়ক দলগুলির। মহিলারা এগিয়ে গেলেই দেশ এগুবে, সমাজ উন্নত হবে। বিকশিত ভারত গড়ে উঠবে। তিনি বলেন, স্বসহায়ক দলগুলির মাধ্যমে গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক মান উন্নয়নে বর্তমানে ৮৩ হাজার ৪২৪ জন লাখপতি দিদি হয়েছেন। সরকারি স্টল বিতরণের ক্ষেত্রে মহিলাদের ৫০ শতাংশ সুবিধা প্রদান করা হচ্ছে।
এদিন এই অনুষ্ঠানে বিভিন্ন স্বসহায়ক দল ও সুবিধাভোগীদের হাতে ব্যাঙ্ক ঋণের চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, কর্পোরেটর রত্না দত্ত, নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা রজত পন্থ, ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের এমডি প্রসাদ রাও ভাদ্দারাপু প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*