নেপালের পাশে ভারত – সবরকম সাহায্যের আশ্বাস মোদীর

vfgআন্তর্জাতিক ডেস্ক ।। নেপালের পাশে ভারত। সবরকম সাহায্যের আশ্বাস মোদীর। ত্রাণ ও উদ্ধারে মৈত্রী অপারেশন সেনার। নিরাপদে দেশে ফিরলেন ৫০০ ভারতীয়। অনুর্ধ্ব ১৪ মহিলা ফুটবল টিমকে ফেরানোয় জোর চেষ্টা টালানো হয়। শেষ অবধি বিমানে দেশে ফেরে ভারতীয় মহিলা দল।

নেপালে ভারতীয় দূতাবাসে হেল্পলাইন চালু-
-9 779581107021/ 97779851135141

ভারতীয় বিদেশমন্ত্রকের ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর-
+91 11 2301 2113
+91 11 2301 4104
+91 11 2301 7905

এদিকে, নেপালে কম্পনের আঁচ এসে পড়েছে তিব্বতেও। সীমান্ত এলাকায় ভেঙে পড়েছে বাড়ি। তিরাসি বছরের বৃদ্ধাসহ অন্তত বারোজনের মৃত্যুরও খবর মিলেছে। আহত অসংখ্য। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে চিনের সেনাবাহিনী।
শনিবার দুপুরে হঠাতই কেঁপে ওঠে নেপালের মাটি। কম্পনের কেন্দ্রস্থল ছিল পোখারা। তার জেরে চিনের ডিংরি কাউন্টিতেও ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার তিব্রতা ছিল পাঁচ দশমিক এক। বিপর্যয়ের আঁচ সরাসরি পড়েছে চিনের সশাসিত অঞ্চল তিব্বতে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিয়ালাম এবং গিরংয়ে বাড়ি ভেঙে বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে। আহত অসংখ্য। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে চিনের সেনাবাহিনী। ধ্বংসস্তুপের নিচে প্রাণের সন্ধান চালাচ্ছে স্নিফার ডগ। দেশজুড়ে বিপর্যস্ত টেলিকম পরিষেবা। আফটারশকের আশঙ্কায় চিন-নেপাল সীমান্তবর্তী এলাকাগুলি খালি করে দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা জিনহুয়া জানাচ্ছে যে নেপালের ভূমিকম্পে এপর্যন্ত চিনের চার পর্বতারোহীর মৃত্যু হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*