গোপাল সিং, খোয়াই, ২৬ ফেব্রুয়ারী || একগুচ্ছ কর্মসূচীতে অংশ নিতে খোয়াই সফরে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। খোয়াই জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ত্রিপুরা লিভলিহুড মিশন, খোয়াই আয়োজিত ‘জেলাভিত্তিক সরস মেলা’র শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। খোয়াই সরকারী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন উপজাতি কল্যান মন্ত্রী বিকাশ দেববর্মা, কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক পিণাকী দাস চৌধূরী, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, খোয়াই জেলা শাসক ও সমাহর্তা চান্দনি চন্দ্রন এবং খোয়াই জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার সহ অন্যান্যরা।
এরকম একগুচ্ছ কর্মসূচীর মধ্যে খোয়াই জেলা প্রশাসনের রেসিডেনসিয়াল কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়াও, বাল্য বিবাহ অথবা প্রাপ্ত বয়স অনূর্ধ্ব বিবাহ প্রতিরোধ করতে ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথমবারের মতো খোয়াই জেলায় “চেষ্টা (CHESTA: Child Marriage Elimination Through Sensitisation, Tracking & Awareness)” নাম দিয়ে একটি পদক্ষেপ নেয়া হয়েছে এবং খোয়াই টাউন হলে সোমবার তার শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে এই “চেষ্টা” নামক প্রচেষ্টার মাধ্যমে সারা রাজ্যে এবং প্রতিটি জেলায় বাল্য বিবাহ অথবা বিয়ের বয়স অনূর্ধ্ব বিবাহ প্রতিরোধ করতে দারুন ভূমিকা পালন করা যাবে।
পাশাপাশি তিনি ভূমি পূজন কার্য্যক্রমেও সামিল হন। এছাড়া খোয়াই জেলা সফরে তেলিয়ামুড়ায় নেতাজীনগরস্থিত শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দিরে মায়ের নিকট রাজ্যবাসীর সার্বিক কল্যাণ প্রার্থনা করলেন।
এদিন খোয়াই জেলা সফরের সময়, তুইচিন্দ্রাই গ্রাম পঞ্চায়েতের অধীনে বড়লুঙ্গায় একটি টারশিয়ারি বর্জ্য শোধনাগারেরও উদ্বোধন করার পাশাপাশি খোয়াই জেলার অধীন তেলিয়ামুড়া মহাশ্মশানে নবনির্মিত ইলেকট্রিক চুল্লিরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানগুলিতে বক্তব্য রাখতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, জনগণের কাছে বিভিন্ন পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে জেলা প্রশাসনকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে বর্তমান রাজ্য সরকারের প্রয়াস জারি রয়েছে। এছাড়া যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জীর অনুপ্রেরণায়, উন্নত নাগরিক পরিষেবাকে জনসাধারণের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান রাজ্য সরকার।
