আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী || ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের দ্বি বার্ষিক রাজ্য সম্মেলনের মধ্য দিয়ে পরবর্তী দু’বছরের জন্য ২১ সদস্যক রাজ্য কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। রাজ্য কমিটির সভাপতি পদে বিজয় পাল ও সাধারণ সম্পাদক পদে সুনীল দেবনাথ এবং কোষাধ্যক্ষ পদে সুভাষ ঘোষ নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদাধিকারীরা হলেন সহ-সভাপতি, অসিত বরন ঘোষ ও প্রতাপ বনিক। সহ-সম্পাদক মিহির লাল সরকার ও সুমন মহলানবিশ। কার্যকরী সদস্যরা হলেন দেবজিৎ গুহরায়, টিপু সুলতান, মনীষা ঘোষ, পলাশ সেন, দেবাশীষ দত্ত, তন্ময় বনিক, সজল দেব, বিমলেন্দু দাস, দেবব্রত রুদ্র, অসীম দাস, বাদল চন্দ্র দাস, ভূপাল চক্রবর্তী, ভবতোষ ঘোষ ও মেঘধন দেব।
উল্লেখ্য, গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভগৎ শহীদ ভগৎ সিং যুবক আবাসে অ্যাসোসিয়েশনের শিক্ষামূলক কর্মশালা এবং দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের শ্রমমন্ত্রী টিংকু রায়। রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমা থেকে প্রতিনিধিরা কর্মশালা ও সম্মেলনে অংশগ্রহণ করেন।