আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী || রাজধানীর নাগেরজলা বাস স্ট্যান্ডের নব নির্মিত বিল্ডিংয়ের কাজ শেষে সোমবার হস্তান্তর করা হয়। এই বিল্ডিং নির্মানে খরচ পড়েছে ১৬ কোটি ৮৮ লক্ষ টাকা। এদিন কাজ শেষে টি আর টি সি’র হাতে হস্তান্তর করা হয়। টি আর টি সি পরবর্তীতে যদি চালাতে না পারে তাহলে সোসাইটি বা অন্য কোন সংস্থার হাতে দায়িত্বভার তুলে দেবে এরকম ইঙ্গিত দিলেন টিআরটিসি চেয়ারম্যান বলাই গোস্বামী। তাছাড়াও এদিন এই হস্তান্তর কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক, মার্গফেডের ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা সহ অন্যান্যরা।