আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী || গাজা ও ফিলিস্তিনের যুদ্ধে কর্মরত প্রায় ১০০ এর উপর সাংবাদিক নিহত হয়েছেন। তারই প্রতিবাদ জানিয়ে সোমবার আগরতলা প্রেস ক্লাবের সামনে নিরব প্রতিবাদ জানায় ত্রিপুরা জার্নালিস্টস’ ইউনিয়ন। এদিন মুখে কালো কাপড় বেঁধে, হাতে প্লেকার্ড নিয়ে এই নিরব প্রতিবাদ কর্মসূচী পালন করে ত্রিপুরা জার্নালিস্টস’ ইউনিয়ন। অবিলম্বে যুদ্ধ বিরতি ও শান্তি কামনা করে তারা বলে জানায় ত্রিপুরা জার্নালিস্টস’ ইউনিয়ন।