জাতীয় ডেস্ক ।। শনিবারের পর আজও ফের কেঁপে উঠল গোটা দেশ। দুপুর ১২.৩৯ মিনিটে মিনিট খানেকের জন্য অনুভূত হয় এই কম্পন। কলকাতা, শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় অনভূত হয় কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্র ছিল ৬.৭। দিল্লি, পঞ্জাব, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অসমেও ভূমিকম্প হয়েছে। নেপালের কোডারি থেকে ১৭ কিলোমিটার দূরে ভূমিকম্পের উত্সস্থল।
ফের কম্পনের জেরে দুপুর ১২.৪০ মিনিট থেকে কলকাতার মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। যাত্রীদের নিরাপদে ট্রেন থেকে নামিয়ে আনা হয়। ভূমিকম্পের জেরে চিড়িয়ামোড়ে বড়সড় ফাটল ধরল টালা-পলতা পাইপলাইনে। মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায় রাজধানী দিল্লিতেও।