বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৭ ফেব্রুয়ারী ||মনপাথর বাজারে জাতীয় সড়কে দুইটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে গুরতর আহত হয় দুই জন। ঘটনা সোমবার রাত্রিবেলায় মনপাথর বাজারে জাতীয় সড়কে। জানা যায়, টি আর ০৮ বি ০৩০৬ নাম্বারের মারুতি ভেন ও মনপাথর ফাঁড়ী থানার গাড়ীর মধ্যে সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় দুই গাড়ীর চালক গুরতর আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে সঠিক সময়ে চিকিৎসা পরিষেবা প্রদানে সহায়তা করেন। জানা যায়, এই দুর্ঘটনায় আহতরা হলো ভেনচালক তৈনানির বাসিন্দা বীরেন্দ্র রিয়াং এবং অপরজন মনপাথর ফাঁড়ী থানার গাড়ী চালক সন্তোষ দেবনাথ। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়ীটিকে থানায় নিয়ে আসে।