বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৮ ফেব্রুয়ারী || বিগত দিনে দেখা যেতো যে সকল ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় উত্তির্ণ হতো তাদেরকে শুভেচ্ছা বার্তা বিনিময় করা হতো। বর্তমান প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেবের সিদ্ধান্ত অনুযায়ী বেতিক্রমী কর্মসূচী হাতে নিলো যুব মোর্চা। এই কর্মসূচীকে সফল করতে বুধবার ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপর যুব মোর্চার উদ্দ্যোগে দক্ষিন জোলাইবাড়ী গ্রাম পঞ্চায়েতে যে সকল ছাত্র ছাত্রীরা এইবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসবে তাদেরকে অগ্রিম শুভেচ্ছাবার্তা প্রদান করা হয়। মূল লক্ষ্য ছাত্র ছাত্রীরা যাতে করে ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করতে পারে। যুব মোর্চার উদ্দ্যোগে আয়োজিত এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রীর পাশাপাশি এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি যুব মোর্চার সদস্য তমাল বৈদ্য, যুব মোর্চার মন্ডলের সাধারন সম্পাদক রাজীব বিশ্বাস, মন্ডলের জেনারেল সেক্রেটারী সমীর পাল সহ যুম মোর্চার অন্যান্য নেতৃত্ববৃন্দরা।