বিভিন্ন দাবিতে আমরণ অনশনে তিপ্রা মথা, দিল্লী থেকে ফোন পেয়ে অনশন মঞ্চ ত্যাগ করে দিল্লী ছুটে গেলেন প্রদ্যোৎ কিশোর দেব বর্মণ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী || সাংবিধানিক সমাধান আদায়ের লক্ষ্যে পূর্ব ঘোষণা মোতাবেক বুধবার সকাল থেকে বড়মুড়ার হাতাইকতরে দলের অন্যান্য নেতৃত্বদের নিয়ে আমরণ অনশনে বসেন তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেব বর্মণ। আমরণ অনশনে বসার এক ঘণ্টার মধ্যে দিল্লী থেকে ফোন আসে প্রদ্যুৎ কিশোর দেব বর্মণের কাছে। জানা যায়, প্রদ্যোৎ কিশোর দেব বর্মণ অনশন মঞ্চে ভাষণ দেওয়ার সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ফোন করে প্রদ্যোৎ কিশোর দেববর্মণকে আলোচনার জন্য নয়া দিল্লীতে ডাকা হয়। দিল্লী থেকে ফোন পেয়ে অনশন মঞ্চ ত্যাগ করে দিল্লীর উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।
এদিন অনশন মঞ্চ ত্যাগ করার আগে তিনি দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, খালি হাত, আর খালি পেটে দিল্লী যাচ্ছি। কিন্ত খালি হাতে ফিরবেন না। দাবি আদায়ের পর খালি পেটে রাজ্যে ফিরে এসে সকলের সাথে খাবার খাবো।
উল্লেখ্য, এদিন আমরণ অনশনে বসার পূর্বে রাজবাড়ির দীর্ঘ প্রাচীন মঙ্গলচন্ডীর মন্দিরে পূজো দিলেন তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ। তারপর তিনি বড়মুড়ার উদ্দ্যেশে রওয়না দেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*