আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী || বৃহস্পতিবার রাজ্যে আসছেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শান। এদিন যুব উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন তিনি। বুধবার সচিবালয় আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়।
এদিন তিনি জানান, এই অনুষ্ঠানে গোটা উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্য থেকে মোট ৮২৭ জন যুবক যুবতীরা অংশগ্রহণ করেছে। ২৯শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে যুব উৎসবের সমাপ্তি অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শান। তিনি লাইভ কন্সার্টে অংশ নেবেন। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
তিনি আরো জানান, অনুষ্ঠানটি সকলের জন্য খোলা রাখা হয়েছে।