আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ মার্চ || আগরতলা শহরকে যানজট মুক্ত করতে এবং শহরের সৌন্দর্যায়ন বৃদ্ধিতে আগরতলা পুর নিগম বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে চলেছে। শনিবার আগরতলা পুর নিগমের ২০নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করতে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তুলসীবতী স্কুলের পেছন দিকে কিছু দোকান রাস্তার উপর সরকারি জায়গায় দখল করার ফলে বিভিন্ন সময় যানজটের ভির প্রায়ই সময় দেখা যায় তাই ব্যবসায়ীদের দখলমুক্ত করার জন্য নির্দেশ দেন তিনি।
এদিন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, তুলসীবতী স্কুলের বিপরীতে কতগুলি দোকান রয়েছে যেগুলির মধ্যে শুধুমাত্র দুটি দোকানের পুর নিগমের বৈধ কাগজ রয়েছে বাকিগুলির কাগজ নেই। তবুও প্রত্যেকটি দোকানকে সেখান থেকে সরিয়ে তুলসীবতী স্কুলের পাশের যে অস্থায়ীভাবে ব্যবসা করছে, তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হবে আগরতলা পুরো নিগমের থেকে। পাশাপাশি ওরিয়েন্ট চৌমুহনী ও জ্যাকসান গেটের প্রশস্ত করার কাজ চলছে। যাতে করে অনেকটাই যানজট মুক্ত থাকবে এই এলাকা বলে জানান মুখ্যমন্ত্রী।