দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৬ এপ্রিল ।। বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ –এর রাজ্য সফর উপলক্ষ্যে শহরের নানা প্রান্তে কমল শোভিত পতাকা আর গেড়োয়া পোস্টারে অমিত শাহ –এর সঙ্গে অন্যান্য নেতৃবৃন্দের ছবির সঙ্গে জোরদার মাইকে প্রচার হয়েছে অমিত শাহ –এর আগমন উপলক্ষ্যে। ২৭শে এপ্রিল স্বামী বিবেকানন্দ ময়দানে জনসমাবেশে অমিত শাহ কি বলবেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। ADC নির্বাচনে এই সফর বিজেপি’র পালে হাওয়া তুলে কিনা সেই ব্যাপারে উৎসুক রাজনৈতিক মহলের সঙ্গে রাজ্যবাসীও। অন্যদিকে জানাগেছে জওহর সাহা বিজেপি’তে নাম লিখিয়েছেন।