বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৪ মার্চ || শান্তিরবাজার প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকরা প্রতিনিয়ত সত্য নিষ্ঠার সহিত সংবাদ করে যাচ্ছে। সংবাদ প্রকাশের পাশাপাশি সাংবাদিকরা প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচী করে যাচ্ছে। এরই মধ্যে রবিবার একগুচ্ছ সামাজিক কর্মসূচী হাতে নিয়ে দশম বর্ষপূর্তি উৎযাপন করলো শান্তিরবাজার প্রেস ক্লাব। শান্তিরবাজার অটল মার্কেটে দশম বর্ষপূর্তি উৎযাপনে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। উদ্ভেধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি কাকলী দাস দত্ত, জেলা পরিষদের সহ সভাধিপতি বিভিষন চন্দ্র দাস, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিরবাজার প্রেস ক্লাবের সহ-সভাপতি কেশব দেবনাথ। অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন প্রেস ক্লাবের সেক্রেটারি বিক্রম দেবনাথ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্ভোধক এবং অন্যান্য অতিথিবৃন্দরা শান্তিরবাজার প্রেস ক্লাবের এই ধরনের উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। উনারা বক্তব্যের মাধ্যমে শান্তিরবাজার প্রেস ক্লাবের উন্নয়নে সহযোগীতার হাত বাড়িয়ে দেবার পতিশ্রুতি দেন। তার পাশাপাশি সকলকে সত্যতার উপর সংবাদ প্রকাশের জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে প্রেস ক্লাবের উদ্যোগে গুনি ব্যক্তি, দমকল বাহিনীর কর্মী, স্বাস্থ্য দপ্তর, কৃষক, আরক্ষা দপ্তরের কর্মী, সবচেয়ে বেশি পরিমানে রক্তদাতাকে সংবর্ধনা প্রদান করা হয়। তার পাশাপাশি প্রেস ক্লাবের উদ্দ্যোগে আয়োজিত বসেআঁকো প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের পুরষ্কৃত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।