আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ মার্চ || দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে মহিলা মোর্চার উদ্যোগে নারীশক্তি বন্ধন ম্যারাথন ‘রান ফর ন্যাশন, রান ফর মোদী’ অনুষ্ঠিত হয়। সোমবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে ম্যারাথন ‘রান ফর ন্যাশন, রান ফর মোদী’ কর্মসূচী শুরু হয়। এই ম্যারাথনে অংশগ্রহণ করেন রাজ্যের সোনার মেয়ে জিমনাস্ট দীপা কর্মকার, বিজেপি নেত্রী পাপিয়া দত্ত সহ বিজেপি রাজ্য নেতৃত্বরা।