ভক্তদের সাথে যোগযোগ করতে ক্যাটরিনার নতুন উদ্যোগ

catতারায়-তারায় ডেস্ক ।। এ বছর কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মত যোগ দিতে যাওয়া ক্যাটরিনা ভক্তদের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করতে নতুন উদ্যোগ নিয়েছেন। তিনি মূলত বলিউডের অন্য অনেক তারকাদের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমকেই এ হিসেবে বেছে নিয়েছেন। আর তাই ভক্তদের কথা মাথায় রেখে তিনি এবার টুইটারে যোগ দিয়েছেন।
এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘ আমি এবার প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছি,কিন্তু এ বিষয়ে আমার যথেষ্ট প্রচারণায় ঘাটতি ছিল। আশা করছি টুইটারের মাধ্যমে সে ঘাটতি মিটিয়ে ফেলতে পারব।’
ল’রিয়েল প্যারিসের দূত হয়ে ক্যাটরিনা কানে যাচ্ছেন এবং টুইটারে তিনি ব্যবহার করছেন @KatrinaAtCannes অ্যাড্রেস বারটি।
উল্লেখ্য, ক্যাটরিনা ছাড়াও এ বছর কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাচ্ছেন সোনম কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*