বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৬ মার্চ || লোকজনদের আর্থিক দিক দিয়ে সাবলম্বী করতে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকারের উদ্যেশ্যকে সাফল্যমন্ডীত করতে বগাফা মৎস্য তত্বাবধায়কের উদ্দ্যোগে বুধবার বগাফা পঞ্চায়েত সমিতির হল ঘরে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বেনিফিসারী নির্ধারন করে একদিনের কর্মশালার পাশাপাশি কুনিজাল বিতরণ করা হয়। বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতি ও বি এস সি ফান্ড থেকে প্রায় ৫ লক্ষ টাকা ব্যয় করে ২১২ জন বেনিফিসারীকে নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয় ও কুনিজাল বিতরণ করা হয়।
বুধবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, বগাফা মৎস্য তত্বাবধায়ক ওয়াটসন রিয়াং সহ অন্যান্যরা। মৎস্য দপ্তরের কাছ থেকে কুনিজাল পেয়ে খুবই খুশি বেনিফিসারীরা।