গোপাল সিং, খোয়াই, ০৬ মার্চ || দেশের নারী শক্তিকে সন্মান জানাতে এক সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বুধবার পশ্চিম বঙ্গের বারাসাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শক্তি বন্ধন সমাবেশের আলোচনার মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হয়। প্রায় একমাস আগে গোটা দেশে কখনো শক্তি বন্ধন কখনো শক্তির সম্মান নামে স্ব-সহায়ক দলকে একত্রিত করে গ্রাম স্তরে সভা অনুষ্ঠিত হয়েছে। এরপর বিধানসভা ভিত্তিক শক্তি সম্মান কর্মসূচি দল গ্রহণ করেছে। বিধানসভা ভিত্তিক এই কর্মসূচিতে সহায়ক দলের সি এল এফ, ভি ও এবং সি এস সি’দের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। কিভাবে মহিলাদের আত্মনির্ভর করার বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার, সে বিষয়ে বিভিন্ন নেতৃত্ব আলোচনা করেছেন। এদিন ভারতবর্ষে সমস্ত রাজ্যের প্রতিটি বিধানসভায় একযোগে এ কর্মসূচি পালিত হয়। প্রতিটি বিধানসভার স্ব-সহায়ক দলের মা-বোনেরা এতে অংশগ্রহণ করে।
খোয়াই জেলার অন্তর্গত খোয়াই বিধানসভায়ও এদিন এই কর্মসূচি পালিত হয় গনকীস্থিত সুকান্ত স্মৃতি বিদ্যালয়ের মাঠে। এই শক্তি সম্মান সমাবেশে রাজ্য কমিটির থেকে সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা এই কর্মসূচির ইনচার্জ সমীর কুমার দাস, মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, কো-অর্ডিনেটর তাপস দাস সহ অন্যান্য নেতৃত্বে উপস্থিত ছিলেন।
এদিন বেলা বারোটায় সমাবেশ স্থলে প্রজেক্টর লাগিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য সমবেত ভাবে সবাই শোনেন। প্রায় দুই সহস্রাধিক মহিলা আজকের এই কার্যক্রমে অংশগ্রহণ করে।