আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মার্চ || ত্রিপুরা মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিলেন অনিমেষ দেববর্মা এবং বৃষকেতু দেববর্মা। বৃহস্পতিবার (৭ই মার্চ, ২০২৪) রাজভবনে তাঁদের শপথবাক্য পাঠ করিয়েছেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন ত্রিপুরার নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন অনিমেষ দেববর্মা এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বৃষকেতু দেববর্মা।
উল্লেখ্য, তারা রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রা মথা দলের ছিল। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপি-আই পি এফ টি জোট সরকারের সাথে জোটে সামিল হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রা মথা। এরপরই দু’জনকে মন্ত্রীত্ব দিয়ে করা হল শপথ গ্রহণ সমারোহ।
এদিন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, কৃষিমন্ত্রী রতন লাল নাথ, পর্যটন ও পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী সুধাংশু দাস, মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব র্বমণ, তিপ্রা মথার আহবায়ক জগদীশ দের্ববমা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ রাজ্য প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকগণ।
উল্লেখ্য, অনিমেষ দেববর্মা এবং বৃষকেতু দেববর্মা মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর ত্রিপুরার মন্ত্রীসভার সম্প্রসারণ হয়ে হয়েছে ১১ জনের মন্ত্রীসভা। এই ১১ জনের মধ্যে ৮ জন মন্ত্রী বিজেপি থেকে, ১ জন মন্ত্রী আই পি এফ টি থেকে এবং নতুন ২ জন মন্ত্রী তিপ্রা মথা থেকে।