জাতীয় ডেস্ক ।। নেপালে গত শনিবার ভয়াবহ ভূমিকম্পের আঘাতে ভারতের তেলেগুর এক তরুণ অভিনেতার মৃত্যু হয়েছে। নিহত অভিনেতার নাম কে. বিজয় (২৫)।
সোমবার এবিপি লাইভের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তেলেগু সিনেমা একতাকারাম ডটকমের শুটিংয়ের জন্য নেপালে ছিলেন বিজয়।
সঙ্গীত পরিচালক কিষাণ জানান, তিনি শুটিং থেকে হায়দ্রাবাদে ফেরার পথে সোমবার বিজয়ের মৃত্যুর খবর জানতে পারেন।
তিনি জানান, একতাকারাম ডটকমের শুটিংয়ের জন্য গত ১৫ এপ্রিল একটি ইউনিট নেপালে যায়। শুটিং শেষে ফেরার পথে ভূমিকম্পের কবলে পড়ে তাদের বহনকৃত গাড়ি। গাড়িটি উল্টে গেলে ঘটনাস্থলেই মারা যান বিজয়। এসময় আহত হন আরো ৩ জন। তবে ইউনিটের বাকি ২০ সদস্য সুস্থ আছেন বলে জানান তিনি।
কিষাণ জানান, বিজয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনতে চলচ্চিত্র শিল্পের পক্ষ থেকে ভারতের সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার রিখটার স্কেলে ৭ দশমিক ৯ মাত্রা ভূমিকম্প আঘাত হানে নেপালে। পরদিন রোববার আবার ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দেশটিতে।
এদিন রাত সাড়ে ১০টার দিকেও একবার ভূমিকম্প অনুভূত হয়। প্রতিবারই প্রতিবেশি দেশ ভারত ও বাংলাদেশে ভূকম্পন অনুভূত হয়। এছাড়া চীন ও পাকিস্তানেও ভূকম্পন অনুভূত হয়।