বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৭ মার্চ || লোকজনদের আর্থিক দিক দিয়ে সাবলম্বী করতে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকারের উদ্দ্যোশ্যকে সাফল্যমন্ডীত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে জোলাইবাড়ী কৃষি দপ্তর। কৃষকদের আয় দ্বিগুন করার লক্ষ্যে কৃষি কাজের পাশাপাশি পশুপালনর মধ্য দিয়ে লোকজনদের আর্থিক দিক দিয়ে সাবলম্বী করতে বিশেষ উদ্দ্যোগ নিয়েছে জোলাইবাড়ী কৃষি দপ্তর। জোলাইবাড়ী কৃষি দপ্তরের উদ্দ্যোগে মুহুরীপুর পঞ্চায়েতে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ১৮ জন বেনিফিসারীদের হাতে ১০টি করে ছাগল তুলে দেওয়া হয়।
জানা যায়, প্রত্যেক বেনিফিসারীকে ছাগলের ক্রয়মূল্যের অর্ধেক সাবসিডি প্রাদন করা হয়। এতে করে প্রত্যেক বেনিফিসারীকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয় বলে জানা যায়।
এদিন এই ছাগল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, এগ্রিস্টেন্ডিং কমিটির প্রেসিডেন্ট বিকাশ বৈদ্য, জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস, বিশিষ্ট সমাজসেবী দ্বীপায়ন চৌঁধুরী সহ অন্যান্যরা।