হলুদ থেকে আবিষ্কার হলো ক্যান্সারের ওষুধ

hludস্বাস্থ্য ও সচেতনতা ডেস্ক ।। এতদিন ঘাতক ব্যাধি ক্যান্সারের ক্যান্সারের কোন ওষুধ না থাকায় এই রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করত। কিন্তু এবার সেই রোগীদের আশার বাণী শুনালো ইরানের এক দল গবেষক। ইরানি গবেষকরা দাবি করেছে তারা হলুদ থেকে ক্যান্সারের ন্যানো ওষুধ তৈরি করেছেন।
ঐ গবেষকদের আবিস্কৃত ওষুধ ক্লিনিক্যাল পরীক্ষায় ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে এ কার্যকারিতা নিশ্চিত করা গেছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞান বিভাগের ক্যান্সার গবেষণা কেন্দ্র এ ওষুধ তৈরি করেছে।
ইরানি গবেষকদের তৈরি পলিমারভিত্তিক ন্যানো বাহকের মাধ্যমে সুনির্দিষ্ট কোষকলায় পৌঁছে দেয়া হবে ক্যান্সারবিরোধী ওষুধ কারকিউমিন। হলুদের এ উপাদানের ক্যান্সার আক্রান্ত কোষকলা ধ্বংস এবং ক্যান্সার প্রতিহত করার ক্ষমতা আছে।
বিষাক্ত প্রভাবক ব্যবহার না করে এই ন্যানো বাহক তৈরি করা হয়েছে উল্লেখ করে ইরানের ন্যাটোটেকনোলজি ইনিশিয়েটিভ কাউন্সিলের ডা. আলীরেজা মোহাম্মদ আলীজাদেহ জানান, পরীক্ষা চলাকালে অনেক রোগীকে এ ওষুধ দেয়ার পর এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে।
ঐ গবেষক আরো জানান, এই ওষুদটি তৈরির যথেষ্ট কাঁচামাল ইরানেই রয়েছে। তাই পর্যাপ্ত ওষুদ তারা তৈরি করতে পারবে। আর দেশীয় কাঁচামালে তৈরির ফলে ওষুদটির দাম খুব একটা বেশি হবে না বলেও নিশ্চিত করেন তিনি।
সূত্র: রেডিও তেহরান

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*