শান্তিরবাজার পৌর পরিষদের দ্বীতল ভবনের উদ্বোধন ও বাদ্যযন্ত্র বিতরণ করলেন বিধায়ক

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৪ মার্চ || রাজ্য সরকার রাজ্যের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। লোকজনদের সঠিক পরিষেবা প্রদান করতে ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে অফিস কক্ষের প্রয়োজন হয়। শান্তিরবাজার পৌর পরিষদের পরিকাঠামো উন্নয়নে ও অফিসে কর্মরত কর্মীরা সঠিকভাবে কাজ করে যাতে করে লোকজনদের পরিষেবা প্রদান করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকারের আর্থিক সহযোগীতায় শান্তিরবাজার পৌর পরিষদে দ্বিতল ভবন নির্মান করা হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে এই দ্বীতল ভবনের শুভ সূচনা করলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, পূর্ত দপ্তরের এক্সিউটিভ অফিসার তাপস মারাক, পূর্ত দপ্তরের এস ডি ও প্রবীর বরন দাস, শান্তিরবাজার পৌর পরিষদের ডেপুটি সিও প্রীতম সরকার, পৌর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা জানান, এই দ্বীতল ভবন নির্মানে শান্তিরবাজার পূর্ত দপ্তরের এস ডি ও প্রবীর বরন দাস, কাজের দায়িত্ব পাওয়া এজেন্সি সমীর চক্রবর্তী, পৌর পরিষদের ডেপুটি সিও প্রীতম সরকার ও ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহার দিবারাত্র অক্লান্ত কঠোর পরিশ্রমে এই সফলতা অর্জন করেছে। কাজের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি সমীর চক্রবর্তী গুনগত মান বজায় রেখে এই কাজটি সুন্দরভাবে সমাপ্তি করেছেন। অপরদিকের বিধায়ক প্রমোদ রিয়াং উনার বক্তব্যের মাধ্যমে রাজ্য সরকার ও শান্তিরবাজার পৌর পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য জনসন্মুখে তুলে ধরেন। বিধায়ক জানান, যাতে সকলে মিলে সুন্দর ভাবে নবনির্মিত এই অফিস কক্ষগুলি সঠিকভাবে রাখেন। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে এস সি ওয়েলফেয়ার ফান্ড থেকে বেনিফিসারী নির্ধারন করে গান বাজনার যন্ত্রাংশ (বাদ্যযন্ত্র) বিতরণ করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*