আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ || পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী মহারাণী কৃতি সিং দেববর্মা শুক্রবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। এদিন মুখ্যমন্ত্রী নিজের সোস্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, মহারাণী কৃতি সিং দেববর্মা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী মনোনীত হওয়ায় তিনি তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মূখ্যমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি যে আসন্ন লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যক ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করবেন তিনি। রাজ্যবাসীর কল্যাণে সকলে একসাথে মিলে কাজ করতে সংকল্পবদ্ধ আমরা বলে সোস্যাল মিডিয়া পোস্টে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
সাক্ষাৎকালে তাঁদের সাথে উপস্থিত ছিলেন তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেব বর্মণ।