লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা, ৭ দফায় হবে ভোট, গণনা ৪ঠা জুন

জাতীয় ডেস্ক, নয়া দিল্লী, ১৬ মার্চ || আসন্ন লোকসভা নির্বাচন-২০২৪ এর দিনক্ষণ ঘোষণা করলো ভারতের নির্বাচন কমিশন। গোটা দেশে ৫৪৩টি আসনে হবে ভোট। শনিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন করে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানালেন, গোটা দেশে ৭ দফায় ভোট গ্রহণ করা হবে। ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হবে আগামী ১৯শে এপ্রিল থেকে। ৪ঠা জুন হবে গণনা।
তিনি জানান, ত্রিপুরা, বিহার, গুজরাট, হরিয়ানা , ঝাড়খন্ড, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, তেলাঙ্গানা, পশ্চিম বঙ্গ, কর্নাটক, তামিলনাড়ু ও রাজস্থানে উপনির্বাচন হবে। লোকসভার সঙ্গেই সেই উপনির্বাচন হবে। তিনি জানান, সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ, এই চার রাজ্যে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন হবে।
এদিন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, আগামী ১৯শে এপ্রিল প্রথম দফায় ২১টি রাজ্যে ভোট হবে। ২৬শে এপ্রিল দ্বিতীয় দফায়, ৭ই মে তৃতীয় দফায়, ১৩ই মে চতুর্থ দফায়, ২০শে মে পঞ্চম দফায়, ২৫শে মে ষষ্ঠ দফায় এবং ১লা জুন সপ্তম দফায় ভোট হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*