বাড়ি বাড়ি প্রচারে গিয়ে ভোটারদের সাথে নিবিড় সংযোগ রক্ষা করে চলছে শাসক দল বিজেপি

গোপাল সিং, খোয়াই, ১৮ মার্চ || লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ত্রিপুরা রাজ্যে এই ভোট অনুষ্ঠিত হবে ১৯শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে এবং ২৬শে এপ্রিল পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে। ইতিমধ্যেই শাসক দল দুই কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে এবং ঘোষণার দিন রাজ্যের প্রতিটি মন্ডলে মিছিল সংঘটিত করেছে ভারতীয় জনতা পার্টি জেলার প্রতিটি মন্ডলেও অনুরূপ মিছিল সংঘটিত হয়েছে। যদিও নির্বাচনের পূর্বে শাসকদল তাদের দলীয় কর্মসূচি অব্যাহত রেখেছিল। এখন চলছে গোটা জেলায় সুবিধাভোগীদের বাড়িতে গিয়ে প্রচার কর্মসূচি।
সোমবার খোয়াই বিধানসভার উত্তর সিঙ্গিছড়া গাওসভার ১৭নং বুথে সকাল থেকেই বাড়ি বাড়ি প্রচারে অংশ নিয়েছে স্থানীয় কার্যকর্তাগণ। বাড়িতে গিয়ে লিফলেট বিলি করা এবং দলীয় পোস্টার সাঁটানো এবং ভোটারদের সাথে মতবিনিময় চলছে। প্রায় প্রতিটি পরিবারের সাথে নিবিড় সংযোগ রক্ষা করে চলছে শাসক দল। অন্যদিকে বিরোধীদলের কোন পতাকাই লক্ষ্য করা যায়নি এবং কোন কর্মসূচিও নেই।
এদিন এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য কমিটির সম্পাদক সৌমিত্র গোপ, খোয়াই মন্ডল সাধারণ সম্পাদক অনিমেষ নাগ, এসসি মোর্চার জেলার সভাপতি অনুকূল দাস, ওবিসি মোর্চার জেলা সাধারণ সম্পাদক সুশান্ত দেবনাথ, উত্তর সিঙ্গিছড়া পঞ্চায়েতের উপপ্রধান কিশোর পাল সহ অন্যান্য নেতৃত্বগণ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*