বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৮ মার্চ || আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি। সোমবার ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র উদ্দ্যোগে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জোলাইবাড়ী মন্ডলের ৪নং বুথে দক্ষিন চড়কবাই গ্রামপঞ্চায়েত এলাকায় এক যোগদান সভার আয়োজন করা হয়। এই যোগদান সভায় বিগতদিনে সিপিআই(এম)’র কৃষক শ্রমিক সংগঠনের সম্পাদকের দায়িত্বে থাকা গোপাল দেবনাথের নেতৃত্বে ৭০ পরিবারের ২৮০ ভোটার বিজেপি’তে যোগদান করেন। এদিন দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করেনেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, মন্ডল সভাপতি অজয় রিয়াং সহ অন্যান্যরা।
এদিন যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে বিগত দিনে সিপিআই(এম)’র নেতৃত্বস্থানে থাকা গোপাল দেবনাথ জানান, তিনি সিপিআই(এম) দলে থাকা কালিন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে তেমন কোনো উন্নয়ন হয়নি বললেই চলে। বিগত দিনে কোনো কিছু পেতে হলে আন্দোলন করতে হতো। বর্তমান সময়ে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে পরিবর্তনের পর মন্ডল সভাপতি অজয় রিয়াং ও মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার হাত ধরে সমগ্র জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমান সময়ে কিছু পেতে হলে লোকজনদের আন্দোলন করতে হয় না। এই সকল উন্নয়নমূখী কর্মসূচী দেখে সকলে সিপিআই(এম) ত্যাগ করে বিজেপি’তে যোগদান করেন। অপরদিকে যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও মন্ডল সভাপতি অজয় রিয়াং রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলে ধরেন। তার পাশাপাশি সকলের সার্বিক উন্নয়নে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য বিশেষ আহব্বান জানান। এই যোগদান সভায় মন্ত্রী ও মন্ডল সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি’র জোলাইবাড়ী মন্ডলের সদস্য নারায়ন শীল, এলাকার পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা।