স্বামী বিবেকানন্দ ময়দানে বিজেপি’র জনসম্পর্ক সমাবেশ

bjpদেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৭ এপ্রিল ।। বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রাজ্য সফর উপলক্ষ্যে স্বামী বিবেকানন্দ ময়দানে জনসম্পর্ক সমাবেশে নেতৃবৃন্দ ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতা বদলের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। কেউ বলেছেন বিগত পঞ্চায়েত ভোট প্রমান করেছে বিকল্প শক্তি হিসেবে মানুষ বিজেপি কে বেছে নিতে চলেছে। কংগ্রেস, CPI(M) কে একই কঠগড়ায় দাঁড় করানো হয়েছে।
স্বামী বিবেকানন্দ ময়দানে বিজেপি’র জনসম্পর্ক সমাবেশের প্রধান বক্তা সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তাঁর ভাষনের শুরুতেই ত্রিপুরার পুণ্যভূমিকে প্রনাম জানিয়ে ভাষন শুরু করে মোদীর নেতৃত্বে ‘আচ্ছে দিন’ আর তার সুফল নিয়ে বলতে গিয়ে বিগত UPA সরকারের কেলেঙ্কারি, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তের সুরক্ষা, UPA-র লুক ইষ্ট কে বর্তমান প্রধানমন্ত্রীর Act East –ত্র পরিবর্তন, গোটা উত্তর পূর্বের সামগ্রীক উন্নয়নের প্রশ্নে BJP সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেছেন। অমিত শাহ আরো বলেছেন রেগা নিয়ে এখানে যা বলা হচ্ছে তা আদৌ সত্য নয়, গরীবি দূর করে রাজ্যকে উন্নয়নের পথে ধাবিত করতে রাজ্যের মানুষকে বিজেপি’র পাশে দাঁড়াতে আহ্বান করেছেন।
জনসম্পর্ক সমাবেশে নেতৃবৃন্দের ভাষনে ওঠে এসেছে চিটফান্ড, আইন শৃঙ্খলার অবনতি, স্বাস্থ্য শিক্ষা, চিকিৎসার ক্ষেত্রে রাজ্য সরকারের ব্যর্থতার কথা। বিজেপি’র রাজ্যের দায়িত্ব প্রাপ্ত সুনীল দেওধর তাঁর ভাষনে সর্বভারতীয় সভাপতিকে বলেছেন আগামীতে বিজেপি এই রাজ্যে শাসন ক্ষমতায় পরিবর্তন আনবে। রাজ্যে বিরোধীদের ব্যর্থ ভূমিকার জন্যই ২২ বছর CPI(M) ক্ষমতায় রয়েছে বলে তীব্র সমালোচনা করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*