আত্মতুষ্টিতে না ভোগে দলের জন্য সৈনিক হিসেবে কাজ করার আহবান মুখ্যমন্ত্রীর

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৯ মার্চ || ভারতের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তেলিয়ামুড়া মন্ডলের উদ্যোগে টাউন হলে পৃষ্ঠা প্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার এই পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, ২৮-তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়, রাজ্য বিজেপি পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ তথা প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক সহ দলের নেতৃত্বরা।
এদিন এই সম্মেলনে পৃষ্ঠা প্রমুখদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পৃষ্ঠা প্রমুখদের উদ্দেশ্য করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার বক্তব্য ছিল গঠনমূলক। তিনি পৃষ্ঠা প্রমুখদের উদ্দেশ্যে বলেন, আত্মতুষ্টিতে না ভোগে দলের জন্য সৈনিক হিসেবে কাজ করে যাওয়ার জন্য। এতে দল ভালো ফলাফল করবে নির্বাচনে। তিনি আরো বলেন, ত্রিপুরা রাজ্যের দুটি লোকসভা আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার হিসেবে দেওয়া হবে। এমন বক্তব্য শ্রবণ করে পৃষ্ঠা প্রমুখরা মুখ্যমন্ত্রীর ভাষণকে স্বাগত জানান। পরে এই সম্মেলনে পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ সুবল ভৌমিক এবং রাজ্য বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ উপস্থিত অন্যান্য নেতৃত্বরা পৃষ্ঠা প্রমুখদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এই সম্মেলনে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*